নীলফামারীতে চলাচলের রাস্তা বন্ধ করে অবরুদ্ধ করে রেখেছে ৩ পরিবারকে
ষ্টাফ রিপোর্টার ঃ নীলফামারী পঞ্চপুকুর ইউনিয়নে যাতায়াতের রাস্তায় বাঁশ ও বাঁশের বেড়া ওটিন সরিয়ে দেই টিনের বেড়া দিয়ে তিনটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে একটি প্রভাবশালী কুচক্রী মহল। রাস্তা না পেয়ে দীর্ঘ এক মাস ধরে বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে ওই পরিবারগুলো।
ভুক্তভোগী পরিবারের সদস্য সালমা বেগম,রবিউল,সোলেনুর জানান, দীর্ঘ ৩০ বছর ধরে আমরা এ রাস্তাটি ব্যবহার করে আসছি অথচ হঠাৎই নিজের জমি দাবি করে এলাকার বিষাদু মামুদ এর ছেলে আষারু মামুদ ও কুদ্দুস টিনের বেড়া দিয়ে চলা চলের একমাত্র পথ বন্ধ করে দেয় বিকল্প আর রাস্তা না থাকায় চরম ভোগান্তি তে পড়তে হচ্ছে আমাদের।
এ বিষয়ে পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়াড সদস্য মোঃ জিয়া বলেন বিষয় টি আমি জানি রাস্তার বিষয়ে কথা বলে আমি লাঞ্ছিত হয়েছি জামাত শিবিরের নেতা দের কাছে। ওই জমির উপরে পানিউন্নয়ন বোড সহ আরো কয়েক টি মামলা চলমান রয়েছে। পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হবিবার রহমান বলেন আমি ঘটনা জানার পরে সেখানে গিয়ে বাঁশ ও টিনের বেড়া সরিয়ে দিয়ে রাস্তাটি পুনরায় চলাচল এর জন্য উন্মুক্ত করে দিয়ে পরিষদ আসি পরে জানতে পারি আবার তারা যাতায়াতের রাস্তা টি বন্ধ করে দেয়।