নীলফামারীতে খাইরুল’স পাবলিকেশন্স এর ফ্রি ক্লাস ও শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরন
রাশেদুল ইসলাম আপেল, স্টাফ রিপোর্টার:
নীলফামারীর ডাকবাংলো সংলগ্ন সার্কিট হাউজ পাড়ায় খাইরুল’স পাবলিকেশন্স আয়োজনে শনিবার (০২ অক্টোবর) বিকেলে সমাপনী দিনে ৩১১ জন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই বিতরন করা হয়েছে।
২৮ সেপ্টেম্বর থেকে ০২ অক্টোবর পর্যন্ত ৩১১ জন শিক্ষার্থীকে ফ্রি ক্লাস করানো হয়।
সৈয়দপুর ক্যান্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক আরিফুল ইসলাম এর সঞ্চালনায় খাইরুল’স পাবলিকেশন্স এর পরিচালক মোঃ খাইরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ মোসলেহ উদ্দীন, নীলফামারী বড় মসজিদের ইমাম মাওলানা আশরাফুল ইসলাম নূরী, নীলফামারী সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ নুরুল করিম, নীলফামারী সরকারী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ সলেমান আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে খাইরুল’স পাবলিকেশন্স এর পরিচালক মোঃ খাইরুল আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জীবনে পিছিয়ে পড়া বলতে কিছু নেই, মনে রাখবা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে থাকা শেষের ব্যক্তিটাও একটা সময় লাইনের প্রথমে চলে যায়। সুতরাং তোমাদের জীবনের সফলতা নির্ভর করছে তোমাদের ধৈর্য্য ও পরিশ্রমের উপর। জীবন যুদ্ধে থেমে গেলে চলবেনা, সফলতার চুড়ায় পৌঁছাতে গেলে ধৈর্য্য ও পরিশ্রমের বিকল্প নেই।
তিনি আরও বলেন আমি নীলফামারীর সন্তান হওয়ার সুবাদে চেষ্টা করবো নীলফামারীর শিক্ষার্থীদের বিশেষভাবে পাঠদান দেওয়ার ব্যাপারে। সবাইকে ফেইসবুক গ্রুপে নিয়মিত লক্ষ্য রাখার পাশাপাশি নীলফামারীতে স্বল্প সময়ের জন্য আসলেও শিক্ষার্থীদের ক্লাসের ব্যবস্থা করবে বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠান শেষে পরীক্ষায় অংশগ্রহণকৃত শীর্ষ নম্বরপ্রাপ্ত শিক্ষার্থী আনিকা তামান্না, আক্কাস আলী, মাহামুদুল হাসান সুজন, কানিজ ফাতেমা, ছাদিয়া ছাম্মিম ছিমি পুরুস্কার বিতরন করেন অতিথিবৃন্দ। এছাড়াও পরীক্ষায় অংশগ্রহণকারী ৩১১জন শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে খাইরুল’স পাবলিকেশন্স এর বই বিতরন করা হয়।
শিক্ষক খাইরুল আলম ২০১৬ সাল থেকে নীলফামারী এবং রংপুর সহ সারাদেশে গনিত প্রেমিক শিক্ষার্থীদের মাঝে ব্যপক সাড়া ফেলেছে। তার বই গুলোর মধ্যে অন্যতম বইসমূহ হলো খাইরুলস ব্যাসিক ম্যাথ, খাইরুলস এডভান্স ম্যাথ এবং খাইরুলস মেন্টাল এবিলিটি।
#