শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

নীলফামারীতে আশ্রয়হীন ১২৫০ পরিবার আশ্রয় পেয়ে আনন্দ উৎচ্ছাসে ভাসছে রাত পোহালে মিলবে গৃহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ২৪৩ বার পঠিত

নুরে আলম বাবু নীলফামারী জেলা প্রতিনিধি 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে গৃহ ও ভূমিহীন ১,২৫০ পরিবারের মিলবে প্রধানমন্ত্রী প্রতিশ্রুত স্বপ্নের ঘর। জেলার ৬টি উপজেলায় ১,২৫০ টি পরিবারের জন্য জমি বরাদ্দ দেয়া হয়েছে ২১ একর ৭০ শতক।
দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরগুলোতে একটি টয়লেট, একটি রান্নাঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। ৩৯৪ বর্গফুটের প্রতিটি ঘরের নির্মাণ ব্যয় ১ লক্ষ ৯০ হাজার টাকা। দ্বিতীয় পর্যায়ে নীলফামারী জেলায় ১,২৫০টি ঘরের মধ্যে নীলফামারী সদর উপজেলায় ২২০টি, কিশোরগঞ্জ উপজেলায় ১৭০টি, সৈয়দপুর উপজেলায় ৬০টি, ডোমার উপজেলায় ৩০০টি, জলঢাকা উপজেলায় ৩০০টি ও ডিমলা উপজেলায় ২০০টি গৃহ পাবে ভূমি ও গৃহহীন পরিবার।
কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. রোকসানা বেগম বলেন, সরকারি খাস জমিগুলো ভূমিদস্যুদের কাছ থেকে উদ্ধার করতে একটু সময় লেগেছিলো। এছাড়া নিয়ম মেনেই ঘরগুলো নির্মাণ করা হয়েছে।
জলঢাকা উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান বলেন, প্রকৃত আশ্রয়হীন পরিবার বেছে বেছে তাদের ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী জানান, নির্মিত গৃহসমূহে বিদ্যুৎ সংযোগ ও টিউবওয়েল স্থাপন করা হয়েছে। ১১ হাজার ২৮৫টি তালিকাভুক্ত পরিবারের মাঝে প্রথম পর্যায়ে ৬৩৭টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ১,২৫০টির মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া ১ হাজার ১০টির চাবি ও জমি হস্তান্তর করা হবে। আগামীকাল রোববার সকাল সাড়ে ১০টায় সারাদেশে একযোগে প্রধান মন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক উদ্বোধনের পর নীলফামারীতে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি ও সনদপত্র হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..