বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০:২২ পূর্বাহ্ন

নিবার্চন থেকে সড়ে দাঁড়ালেন জীবন নৌকার মাঝি আফসার উদ্দিন ভূইয়া কে সমর্থন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ১৫৭ বার পঠিত

নিবার্চন থেকে সড়ে দাঁড়ালেন জীবন নৌকার মাঝি আফসার উদ্দিন ভূইয়া কে সমর্থন

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছেন হাজী আক্তার উজ্জামান জীবন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মুন্সীরহাট আল-আমিন কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। নিজ প্রতীকে ভোট না দিয়ে নৌকায় ভোট দেয়ার জন্য তার সমর্থকসহ চরকেওয়ারবাসীর প্রতি উদত্ব আহবান জানান।

জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিনের উপস্থিতিতে আক্তার উজ্জামান জীবন নৌকা তুলে দেন আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আফছার উদ্দিন ভূইয়ার হাতে। এ সময় শত শত কর্মী সমর্থক নৌকা, নৌকা, নৌকা শ্লোগান দিতে থাকে।

হাজী আক্তার উজ্জামান জীবন বলেন, আমি আওয়ামীলীগ করি। আমি নৌকায় ভোট দিব,আমার সমর্থকসহ চরকেওয়ারবাসীও নৌকায় ভোট দিবে। উভয়ের সমর্থকরা শ্লোগান দিতে থাকে আফসু-জীবন ভাই ভাই নৌকা মার্কায় ভোট চাই৷ আফছু ও জীবন এই মঞ্চে দাঁড়িয়ে নৌকায় ভোট চান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন –মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব।

চরকেওয়ার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা, সদর উপজেলা যুবলীগের সভাপতি বাদল রহমান, হাজী রবু মিজি, সৈয়দ জমাদার, আলাউদ্দিন মেম্বার, চরকেওয়ার ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া প্রমুখ।

অনুষ্ঠাটি সঞ্চালনা করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট শাহিন মো. আমান উল্লাহ্।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..