নিজ এলাকায় জননেতা জনাব মাহমুদ হাসান রিপন এর নির্বাচনী প্রচারণা।
মোঃ আনছারুজ্জামান,স্টাফ রিপোর্টার।
সাঘাটা_ফুলছড়ি_৩৩
গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচন উপলক্ষে
কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া বাজার, চাকুলি বাজার, কাঠালতলা বাজার ও কচুয়া ইউনিয়নের সাহেব বাজারে গণসংযোগ।
উক্ত গনসংযোগ এ অংশ গ্রহণসহ নির্বাচনী প্রচারণা করেন জননেতা মাহমুদ_হাসান_রিপন।এ সময় তাহার সাথে তৃণমূল নেতাকর্মী সহ অংশ গ্রহণ করেন আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবী লীগ সহ সকল অজ্ঞ সংগঠন এর নেতা কর্মী বৃন্দ। তাহার নির্বাচনী প্রচারণা সফল করতে এলাকার গন্যমান্য ব্যাক্তি ও এলাকার মুরুব্বিয়ানগন তাহার জন্য আল্লাহ তায়ালার কাছে দোয়া করে বলেন দেশ নেত্রী দেশ রত্ন মাননীয় শেখ হাসিনা জেন জননেতা জনাব মাহমুদ হাসান রিপন এর মনের আশা পুরন করে সাঘাটা ফুলছড়ি বাসীর সেবা করার সুযোগ করে দেন।এলাকার ময়মুরুব্বি গনের সাথে কথা বলে জানা যায় যে জননেতা জনাব মাহমুদ হাসান রিপন দীর্ঘ ১৭ বছর যাবত আওয়ামী লীগ এর একজন সফল নেতা হিসাবে গাইবান্ধা বাসীর সেবা করে আসছে।তাই তাহাদের আকুল আবেদন ও বিশ্বাস দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন শেখ হাসিনা নৌকার কান্ডারী জননেতা জনাব মাহমুদ হাসান রিপন এর হাতেই তুলে দিবেন।