শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

নিজেরাও স্বাবলম্বী হবেন তেমনি মাংসের চাহিদা পুরণের পাশাপাশি কর্মসংস্থানের সৃস্টি হবে হরিপুরে ইউএনও

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২২
  • ১২৯ বার পঠিত
নিজেরাও স্বাবলম্বী হবেন তেমনি মাংসের চাহিদা পুরণের পাশাপাশি কর্মসংস্থানের সৃস্টি হবে হরিপুরে ইউএনও আব্দুল করিম।
জসিম উদ্দিন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে  প্রাণিসম্পদ ও ডেইড়ি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)এর  ব‍্যাবস্থাপনায় দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী সভা উদ্বোধন করেন  উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল ।
বুধবার  হরিপুর প্রাণিসম্পদ ও এলডিডিপির আয়োজনে সকাল সাড়ে ১০টায় প্রাণিসম্পদ অফিস চত্বরে  উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল করিমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুল, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: গোলাম কিবরিয়া, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নগেন কুমার পাল, সদর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, ৩বকুয়া ইউপি চেয়ারম্যান আবু তাহের, খামারি আমিরুল ইসলাম প্রমুখ।
  উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল করিম খামারিদের মাঝে বলেন, হরিপুর উপজেলার আমিষের চাহিদা পুরনের পাশাপাশি বাণিজ্যিক ভাবে প্রসার ঘটনাতে প্রদর্শনী মেলার মাধ্যমে খামারিদের উদ্ভুদ্ধ করা হচ্ছে। এ থেকে যেমন নিজেরাও স্বাবলম্বী হবেন তেমনি মাংসের চাহিদা পুরণের পাশাপাশি কর্মসংস্থানের সৃস্টি হবে। এ ক্ষেত্রে খামারিদের সব রকম সুযোগ সুবিধা প্রদানের আশ্বাস করেন তিনি ।
তিনি আরও  জানান, উপজেলা খামারিদের নিয়ে এ মেলার আয়োজন। এ থেকে খামারিরা উদ্ভুদ্ধ হবেন। খামারের প্রসার ঘটবে।
 খামারিরা পশু পাখির প্রদর্শণীতে অংশ নিয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের সব রকম সহযোগীতা করবে। এ থেকে আমিষের ঘাটতি পূরণসহ উদ্যোগতা বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সৃস্টি হবে।
উক্ত প্রদর্শনীতে ২৫টি স্টল অংশগ্রহণ করেন এতে উন্নত জাতের গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী ও বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়েছিল।
প্রদর্শনীতে অংশ গ্রহণকারী খামারিদের স্টল পরিদর্শনের মাধ্যমে যাচাই-বাছাই করে খামারিদের পুরস্কৃত করা হয়েছে।
জসিম উদ্দিন ইতি
, ঠাকুরগাঁও

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..