অপু আহমেদ রওশন স্টাফ রিপোর্টার হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নে এক ইউপি সদস্য পানি চলাচলের নালায় বাঁধ দেওয়ায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে শতাধিক পরিবার এখন ভোগান্তির মধ্যে পড়েছে।
এ নিয়ে ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে। প্রতিকার চেয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন স্থানীয়রা।
লিখিত অভিযোগে জানা গেছে, বহরা ইউনিয়নের মনতলার আফজালপুর গ্রামের ভুক্তভোগী পরিবারের অভিযোগ ৫০/৬০ বছর ধরে আফজালপুর গ্রামের বৃষ্টির পানি চলাচলের একটি নালা ছিল।
সম্প্রতি ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহরিয়ার হিলালী মানি তার বাড়ির পাশে পানি চলাচলের নালা মাটি দিয়ে বন্ধ করে ফেলায় উজানে বৃষ্টির পানি জমে মন্দির, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন বাসাবাড়ি জলমগ্ন হয়ে পড়ে।
এছাড়া সম্প্রতি ইউপি সদস্য নালাটি বন্ধ করে দেওয়ায় এলাকার জনগণ চরম ভোগান্তির মধ্যে পড়েছে। প্রতিদিন হাঁটুপানি ভেঙে গ্রামের লোকজন যাতায়াত করছে।
এ ব্যাপারে ইউপি সদস্য শাহরিয়ার হিলালী মানি বলেন, এতদিন যে নালা দিয়ে পানি যেত, এটি সরকারি রেকর্ডিয় কোনো নালা নয়, আমার ব্যক্তিগত জায়গায় মাটি ভরাট করেছি।
নালাটি সরকারি নালা নয় জানিয়ে বহরা ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, বাঁধ দেওয়ায় জনগণ ভোগান্তির মধ্যে পড়েছে সত্য। জনদূর্ভোগ নিয়ে একাধিকবার গ্রামবাসী নিয়ে বসা হয়েছে। দুটি পক্ষ দুই ধরনের বক্তব্য দেয় যে কারনে সমাধান হচ্ছে না। উভয়পক্ষকে নিয়ে আলোচনা করে এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। আশা করি অচিরেই এ সমস্যা সমাধান হয়ে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিৎ রায় দাশ বলেন, এ ব্যাপারে এলাকাবাসীর অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ভূমি অফিসের লোকজনকে প্রেরণ করা হয়েছে বিষয়টি খতিয়ে দেখে সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..