বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের নগরীতে কঠোর লকডাউন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ১৭২ বার পঠিত

 

বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ কঠোর লকডাউনের প্রথমদিনে নগরীতে কঠোর অবস্থান নিয়েছে সেনাবাহিনী পুলিশ। মহাসড়ক ও নগরীর প্রবেশমুখগুলোতে সেনাবাহিনী ও পুলিশের চেকপোষ্টের কারণে নগরীতে মানুষের আনাগোনা কম ছিলো। সেই সাথে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টিতে নগরী অনেকটাই ফাঁকা।
তবে শহরতলীতে লকডাউনের কঠোরতার তেমন একটা প্রভাব দেখা যায়নি। যানবাহন চলাচলের পাশাপাশি মানুষজনের আনাগোনাও ছিলো চোখে পড়ার মতো।
সরেজমিন ঘুরে দেখা গেছে, সকাল থেকেই নগরীর চাষাড়ায় অবস্থান নেয় সেনাবাহিনী ও পুলিশের কয়েকটি টিম। এসময় যানবাহন ও মানুষজনকে পথে পথে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।
মাঠে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা জাহান। তিনি জানান, সেনাবাহিনীর ৩টি পেট্রোল টিম, পুলিশের ২০টি চেকপোস্ট, ২০টি মোবাইল কোর্ট মাঠে রয়েছে।
তবে বেলা দু’টা পর্যন্ত কাউকে দণ্ড দেয়ার খবর পাওয়া যায়নি।
শিল্পপ্রতিষ্ঠান খোলা থাকায় সকাল থেকে ফতুল্লা বিসিক শিল্পনগরী ও বন্দর এলাকায় কর্মমুখি মানুষের চাপ দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..