বিশেষ প্রতিনিধি মোঃ জিয়াউল হোসেন( জুয়েল)। নারায়ণগঞ্জে লকডাউনের ৫ম দিনে সরকারের বিধিনিষেধ অমান্য করায় জেলা প্রশাসন ও জেলা ম্যাজিস্ট্রেট ২৩ টি মোবাইল টিম পরিচালনা করে ৮১ মামলায় ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সার্বক্ষণিক কাজ করে এ জরিমানা আদায় করেন।
জেলা প্রশাসন সূএে জানাগেছে, ২৩ টি মোবাইল টিম সর্বাক্ষণ কাজ করেন। এসময় সরকারের বিধিনিষেধ ও আইন অমান্য করায় ৮১ মামলায় ৮৪ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার জানান, সকাল থেকে আমাদের অভিযান অব্যাহত ছিল। নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলোতে জেলা প্রশাসন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন।
আমরা যেখানে জরিমানা করা উচিত সেখানেই করেছি। তবে অধিকাংশ স্থানে মানুষকে সচেতনতার মাধ্যমে বাড়িতে থাকার পরামর্শ দিয়েছি।