বিশেষ প্রতিনিধি সারোয়ার মৃধা ঃঃ সারাদেশে সরকারের নির্দেশে ৭ দিনের সর্বাত্মক কঠোর লকডাউন পালিত হচ্ছে। লকডাউন বাস্তবায়ন করতে এবার মাঠে নেমেছে সেনাবাহিনী ও বিজিপি সহ আনসার বাহিনী। লক ডাউনের ৫ম দিনে নারায়ণগঞ্জে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনী জেলার গুরত্বপূর্ন স্থান চাষাঢ়ায় অবস্থান নিতে দেখা যায়। জেলার শহরতলির প্রবেশ পথ একমাত্র স্থান চাষাঢ়া। চাষাঢ়া হতে ৩ টি রোড় বিভক্ত হয়েছে যা একদিকে নিতাইগঞ্জ অন্যদিকে সিদ্ধিরগঞ্জ এবং পশ্চিমে ফতুল্লা বিসিকি। বিশেষ করে চাষাঢ়া হতে মানুষের চলাচল ও যানবহন চরাচলের নিয়ন্ত্রন ঠিক রাখলে লক ডাউন সফল করা অনেকটাই সম্ভব বলে মনে করেন সচেতন মহল
সোমবার (৫ জুলাই) লক ডাউনের ৫র্থ দিনে নারায়ণগঞ্জে সকাল ৬টা থেকে সরকারের সর্বাত্মক লকডাউন বাস্তবায়নে পুলিশ, সেনাবাহিনী,র্যাব,আনসার সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। সকাল ১১টায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোড চাষাঢ়া এলাকায় ষড়জমিনে দেখা যায় পথচারীদের চলাচল গতকালের চেয়ে অনেকটাই বেশি তবে তাদের মুভমেন্ট তল্লাসিতে দায়িত্ব পালন করেন শিক্ষা বিভাগের সহকারি কমিশনার সানজিদা আক্তার । সানজিদা আক্তার দুপুর ১২টা হতে ২টা পর্যন্ত চাষাঢ়া সোনালী ব্যাং সংলগ্ন এলাকায় মুভমেন্ট পাশ না থাকা গাড়ী গুলো তল্লাসী চালান এবং জরিমানা করেন। বেলা ১২ টায় সেনাবাহীনির গাড়ী বহর চাষাঢ়া এলাকা টহল দিতে দেখা যায়। নির্বাহী ম্যাহিষ্ট্রেটগণ প্রতিদিনের ন্যায় আজও শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।
এছারা চাষাঢ়া এলাকায় প্রতিনিয়ত মাইকিং করা হচ্ছে করোনা সচেতনায় সকলে যেন সরকারের বিধি নিষেধাজ্ঞা পালন করে সেই লক্ষে। জেলা প্রশাসন থেকে ব লা হচ্ছে মাস্ক পড়তে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে এবং জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ যেন বের না হয় সেই সাথে তল্লাশি চালানো হচ্ছে যারা অহেতুক ঘর হতে বের হচ্ছে।
Like this:
Like Loading...
Related
এ জাতীয় আরো খবর..