বিশেষ প্রতিনিধি মোঃ জিয়াউল হোসেন( জুয়েল)
বন্দরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় শাহানাজ (৪৫) নামে এক নারীকে ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়াও হামলায় রফিকুল ও শফিকুল নামে দুই য্বুক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটেছে নাসিক ২৪ নং ওয়ার্ডের চৌরাপাড়া এলাকায় শুক্রবার রাতে। এঘটনায় আহত শাহনাজের বড় বোন হামিদা বাদী হয়ে আফজাল, জাহাঙ্গীর, সুমন, নিজাম আরও ১০/১২ জনের নামে বন্দর থানায় অভিযোগ দায়ের করেছেন। এবং অপর পক্ষও থানায় আরেকটি অভিযোগ দায়ের করেন।
আহত শাহানাজ জানান, পূর্ব শত্রুতার জেরে আফজাল, জাহাঙ্গীর, মামুন গংরা আমার উপর হামলা করে। আমাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। আমার ডাক চিৎকারে আমার ভাগিনা রফিকুল ও শফিকুল আসলে তাদেরকেও বেদম পিটিয়ে মারধর করে ।
এক পর্যায়ে আফজাল গংরা আমার মাথায় বড় ছুরি দিয়ে আঘাত করে আমাকে রাস্তায় ফেলে দেয়। পরে তারা চলে গেলে এলাকাবাসি আমাকে উদ্ধার করে বন্দর উপজেলা স্থ্যাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। আমার মাথায় ৯টা সেলাই দেয়া হয় ।
এদিকে আফজালের সাথে যোগাযোগ চেষ্টা চালিয়েও তার সাথে যোগাযোগ করা যায়নি।
অপরদিকে ঘটনাস্থলে যাওয়া বন্দর থানার এসআই সাইফুল জানান, সংঘর্ষেও ঘটনায় দুই পক্ষেই থানায় অভিযোগ দায়ের করেছেন। ১৯৭৫ সালের একটি ঘটনার জের ধরে উভয় পক্ষের সাথে বিরোধ চলে আসছে। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।