“নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্ব সেরা” এই প্রত্যয়ে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির শুভ উদ্বোধন
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
আজ ১০ মে ২০২৫, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বহুল প্রতীক্ষিত ও আলোচিত “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। এ মহতী কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, সিভিল সার্জন ডাঃ এ এফ এম মুশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সচিব (উপসচিব) মোঃ নূর কুতুবুল আলম, আনসার ও ভিডিপি, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল, গণপূর্ত, সড়ক ও জনপদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জনাব অধ্যাপক মো: মামুন মাহমুদ, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদ দল, নারায়ণগঞ্জ জেলা, জনাব এডভোকেট মোঃ সাখাওয়াত হোসেন খান, আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদ দল, নারায়ণগঞ্জ মহানগর, জনাব এডভোকেট মো: আবু আল ইউসুফ খান টিপু, সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদ দল, নারায়ণগঞ্জ মহানগর, জনাব মওলানা মো: মঈনুদ্দিন আহমদ, উপদেষ্টা, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কেন্দ্রীয় কমিটি(শূরা সদস্য), জনাব মো: মোস্তফিজুর রহমান দিপু ভূইয়া, সভাপতি, চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, নারায়ণগঞ্জ, জনাব মুফতি মাসুম বিল্লাহ, সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ণগঞ্জ মহানগর, জনাব তরিকুল সুজন, সমন্বয়কারী, গণসংহতি আন্দোলন,নারায়ণগঞ্জ জেলা, জনাব ইঞ্জিনিয়ার মো: নাহিদ, সভাপতি, গণঅধিকার পরিষদ, নারায়ণগঞ্জ জেলা
জনাব নিরব রায়হান, আহ্বায়ক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ শাখা, জনাব মোহাম্মদ জাবেদ আলম, সদস্য সচিব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ শাখা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা, গণমাধ্যমকর্মীসহ সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের সূচনালগ্নে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়, যা নগরবাসীর মাঝে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে। র্যালি শেষে বকুল গাছ রোপণের মাধ্যমে পরিবেশের প্রতি ভালোবাসার প্রতীক স্বরূপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়। এরপর বেলুন উড়িয়ে “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির শুভ সূচনা ঘোষণা করা হয়।
একই সময় জেলার ১৪টি নির্ধারিত স্থানে একযোগে প্রায় ১০,০০০ গাছের চারা রোপণ করা হয়, যা এই কর্মসূচিকে করে তোলে এক অনন্য পরিবেশবান্ধব উদ্যোগে। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শরফ উদ্দিন আহমদ চৌধুরী নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেন এবং “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচিকে একটি সময়োপযোগী ও সুদূরপ্রসারী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তিনি নদী রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বানও জানান।প্রধান অতিথি এ সময় তার বক্তব্যে আরো বলেন, আপনি আপনার চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। আর জলাবদ্ধতা দূর করতে ড্রেনে কোন ময়লা আর্বজনা ফেলা থেকে বিরত রাখুন এবং ড্রেন পরিস্কার রাখুন।আমাদের জেলা প্রশাসক যে কর্মসূচি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে তাকে সহযোগিতা করবেন। নিজের প্রয়োজনে ও ভবিষৎ প্রজন্মের জন্য গাছ লাগানো জরুরী কারন পরিবেশ সুন্দর রাখতে এবং বিশুদ্ধ নিঃস্বাসের জন্য।গাছ লাগানো কতটা জরুরি তা বর্তমান আবহাওয়াই আমাদের বুজিয়ে দিচ্ছে। আমি জেলা প্রশাসককে বলবো জলাবদ্ধতা নিরসনে খাল বিল নদী নালা গুলো নিয়ে কাজ করবেন আমার বিশ্বাস নারায়ণগঞ্জবাসী আপনাকে সহযোগিতা করবেন। প্রতিটি আন্দোলন সংগ্রামে নারায়ণগঞ্জ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। নারায়ণগঞ্জ অনেক দিক দিয়েই বিখ্যাত।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ সময় তার বক্তব্যে বলেন, বাংলাদেশের অর্থনীতিতে নারায়ণগঞ্জ জেলা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আমরা নারায়ণগঞ্জ জেলাকে একটি বিশেষ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করতে চাই।আপনার সহযোগিতা কামনা করছি। আমরা এই নারায়ণগঞ্জ বাসীর জন্য কিছু করে যেতে চাই। আমরা গ্রীণ এন্ড ক্লিন কর্মসূচীর আওতায় ৫৫ ট্রাক ব্যানার, ফ্যাস্টুন অপসারণ করেছি এছাড়াও সরকারি জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে চলছি। নাগরিকদের সেবার মান বৃদ্ধির জন্য ও দালাল এবং সেবা গ্রহনকারীদের হয়রানী মুক্ত করতে সার্বক্ষণিক পরিদর্শন করে চলছি,হাসপাতাল, পাসপোর্ট অফিস অন্যান্য সরকারি দপ্তরগুলিতে। যাতে খুব সহজেই সেবা পায় সেবা গ্রহতারা।
আলোচনা সভা শেষে শরফ উদ্দিন আহমদ চৌধুরী কেন্দ্রীয় ঈদগাহের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পানাম নগর ও সার্কিট হাউজ চত্বরে নির্মিত নতুন ফোয়ারা উদ্বোধন করেন। দিনব্যাপী কর্মসূচির পরিশেষে বিভাগীয় কমিশনার মহোদয় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন, নারায়ণগঞ্জ জেলা শাখার কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং কর্মদিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
এই কর্মসূচি নারায়ণগঞ্জ জেলাকে একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।