নারায়ণগঞ্জ রূপগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫ উদযাপন
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
“মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি”—এই অঙ্গীকারকে সামনে রেখে আজ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০২৫।
অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ সাইফুল ইসলাম।
তিনি শিক্ষার মানোন্নয়ন, শিশুদের মাঝে মূল্যবোধ ও সৃজনশীলতা জাগ্রত করার গুরুত্ব তুলে ধরেন এবং সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও অর্থ প্রদান করা হয়।
এছাড়া শিক্ষার্থীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলকে মুগ্ধ করে।
উপজেলা প্রশাসন সর্বস্তরের সহযোগিতায় একটি মানসম্মত, অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।