এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অভিযানে যারা অংশ নিয়েছেন, তাদের সম্মাননা জানানোর উদ্যোগ নেয়া হয়েছে। এই কর্মসূচির মূল লক্ষ্য নারায়ণগঞ্জ শহরকে সবুজ এবং পরিচ্ছন্ন করে তোলা।বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন স্থানে গাছ লাগানোর হয়। এই কর্মসূচিতে সরকারি কর্মকর্তা, কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কর্মসূচির অধীনে বৃক্ষরোপণে যারা অবদান রেখেছেন, তাদের সম্মাননা জানানোর জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।
এই কর্মসূচির অধীনে নারায়ণগঞ্জ জেলার প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বয়ং বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেছেন এবং কর্মসূচির অগ্রগতি পর্যবেক্ষণ করেছেন।
এই কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান, এবং স্থানীয় মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার গ্ৰিন এন্ড ক্লীন কর্মসূচির প্রতি অনুপ্রাণিত হয়ে বৃক্ষ রোপন ও প্রদান করায়
বন্দর থানার আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্ট এর ব্যবস্থাপনা পরিচালক এম মারুফ আহমেদকে জেলা প্রশাসনের ‘গ্ৰিন এন্ড ক্লীন’ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সম্মাননা স্মারক তুলে দেন।