নারায়ণগঞ্জ জেলা প্রশাসন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি গ্রহণ করেছেন
নিজস্ব প্রতিবেদক
এবারের পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। পুরো শহরজুড়েই নিরাপত্তা বাহিনী জোরদার করা হয়েছে। সেই সাথে এবারের পহেলা বৈশাখ ব্যতিক্রমভাবে বেশ আনন্দ সহকারেই উদযাপন করবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
রোববার ১৩ এপ্রিল বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ব্যাবের সদস্যরা একসাথে নারায়ণগঞ্জ শহর পরিদর্শন করেছেন। এসময় তারা শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেন।
পরিদর্শন শেষে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনানে এক ব্রিফিংয়ে র্যাব-১১’র অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন বলেন, আমরা পুরো শহরে নিয়মিত টহল পরিচালনা করছি। একই সঙ্গে আমাদের গোয়েন্দা কার্যক্রমও চলমান রয়েছে। এছাড়া ভার্চুয়াল সাইবারও মনিটরিং করা হচ্ছে। এবারের নববর্ষকে ঘিরে এখনো পর্যন্ত কোনো থ্রেট নেই। জেলা প্রশাসন নববর্ষের আয়োজনকে অত্যন্ত সুন্দরভাবে করার জন্য সভা করেছেন। আশা করছি, এবার আনন্দসহকারে সবাই নববর্ষ উদযাপন করবো।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার বলেন, এটা যেহেতু আমাদের বাঙ্গালীদের স্পেশাল একটি প্রোগ্রাম। সে কারণে আমরা বিশেষভাবে এইদিকে নজরে রেখেছি। শহরজুড়ে সাদা পোশাকে অসংখ্য পুলিশ দায়িত্ব পালন করবে। আমরা এদিন সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকবো।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) জাহিদুল ইসলাম মিঞা বলেন, হাজার বছর ধরে আমরা বাংলা নববর্ষ পালন করে আসছি। বাঙ্গালীর সংস্কৃতি কোনোভাবেই হারিয়ে যেনো না যায় আজ আমরা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, আনসারসহ উপস্থিত হয়েছি। আগামীকাল সকালে শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের একটি র্যালী বের হবে। পাশাপাশি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মেলার আয়োজন করা হয়েছে।
তিনি আরও বলেন, এই উৎসবকে প্রাণবন্ত করার জন্য আমরা সব ধরণের প্রস্তুতি নিয়েছি। র্যালির সময় আইনশৃঙ্খলা বাহিনী পুরোটা মনিটরিং করবে। একই সঙ্গে চাষাঢ়ায় সিসি ক্যামেরার মাধ্যমে সবকিছু নজরদারিতে রাখা হবে।