নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার আহবানে মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ এর পণ্য সরাসরি ট্রাক সেলের মাধ্যমে বিক্রয়ের উদ্বোধন
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : গত ৩ মার্চ নারায়ণগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভোজ্য তেল সংকট নিরসনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলার সকল ভোজ্য তেল উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠানকে অসহায় জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জেলা প্রশাসক মহোদয়।
জেলা প্রশাসকের এই মানবিক আহ্বানে সাড়া দিয়ে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও সিটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আজ থেকে নারায়ণগঞ্জে তিনটি ট্রাক সেল কার্যক্রম শুরু করে। এর মধ্যে একটি ট্রাক সেল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এবং অপরটি চাষাঢ়া মোড়ে চালু করা হয় ও আরেকটি খানপুর সিটি গ্রুপের পক্ষ থেকে চালু করা হয়।। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের ট্রাক সেলের উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
এই ট্রাক সেল থেকে ২ টন ২১২ কেজি ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বাজার মূল্যের চেয়ে কম দামে বিক্রয় করা হবে, যা নিম্নআয়ের মানুষের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করবে। জেলা প্রশাসক মহোদয়ের (অনুরোধে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ও সিটি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ঘোষণা করে যে, রমজান মাসজুড়ে (শুক্রবার ব্যতীত) এই সেবা চলমান থাকবে।
এই উদ্যোগ অসহায় ও সাধারণ জনগণের স্বস্তি এনে দেবে এবং রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।