নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের পিঠা উৎসব উদযাপন করা হয়
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : নারায়ণগঞ্জে নতুন দেশ গড়ার লক্ষে জেলা প্রশাসনের আয়োজনে গত ২ ফেব্রুয়ারি তারুন্যের পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২রা ফেব্রুয়ারি দুপুরের নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এ মেলার উদ্বোধন করেন।
মেলায় ক্রেতাদের চাহিদা পুরনে রাখা হয় রঙবেরঙে পিঠা সহ মানবদেহের প্রোটিনের জন্য মাসরুককে প্রধান্য দেন উদ্যোক্তারা। মেলা উপলক্ষে বসানো হয়েছে পিঠার বিভিন্ন স্টল। পিঠা প্রেমিরা আসেন মেলা উপলক্ষে পিঠা স্বাধ নেওয়ার জন্য। টগবগে ফুটন্ত তেলে ভাজা হয় মাসরুম দিয়ে বানানো সমুচা, কোপ্তা,সহ নানা খাবার। ডালিম পিঠা, গাজর পিঠা, ডাবের পুটিন, কুলি পিঠা কাঠাল পাতার ভাপা পিঠা দেখে আকর্ষিত হচ্ছেন মেলায় ঘুরতে আসা ক্রেতারা।