সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৫:০২ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১ বার পঠিত

নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির অনুমোদন

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার জেলা ক্রীড়া সংস্থার ৯ সদস্য বিশিষ্ট এ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। রোববার (৪ আগস্ট) জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্মসচিব ও সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(৪) ও ৮ ধারার আলোকে অনুমোদিত হয়েছে বলে জানান।

কমিটির আহ্বায়ক করা হয়েছে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে। অন্য সদস্যরা হলেন: ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, সাবেক জাতীয় ক্রিকেটার মো. শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, জাকারিয়া ইমতিয়াজ, সাবেক জাতীয় ফুটবলার মো. সম্রাট হোসাইন এমিলি, গোলাম গাউছ, সাংবাদিক সাবিত আল হোসেন, ছাত্র প্রতিনিধি মো. হাসান (নুরজামাল), এবং সদস্য সচিব নারায়ণগঞ্জের জেলা ক্রীড়া কর্মকর্তা ফারজানা আক্তার সাথী।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ২(১৫) ধারা অনুযায়ী সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুসরণ করে এ কমিটি গঠনের অনুমোদন দেওয়া হয়েছে।

ক্রীড়া সংস্থার সূত্রমতে, সর্বশেষ ২০২৩ সালের জুনে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যকরী পরিষদ নির্বাচন তানভীর আহাম্মেদ টিটুর নেতৃত্বে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়।

ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্রীড়া সংস্থার অধিকাংশ সদস্য পালিয়ে যায়। অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালনের পর আগস্ট মাসে দেশের সকল বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া সংস্থার কমিটি বিলুপ্ত ঘোষণা করে। ওই মাসের ২৭ তারিখ আরেক আদেশে ৭ সদস্য বিশিষ্ট বিভাগীয়, জেলা ও উপজেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

ওই আদেশ অনুযায়ী, জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহ্বায়ক ও জেলা ক্রীড়া কর্মকর্তাকে সদস্য সচিব করে ৫ সদস্যের মধ্যে দুইজন ক্রীড়া সম্পৃক্ত ব্যক্তি (খেলোয়াড় অথবা কোচ অথবা রেফারি), একজন স্থানীয় প্রেক্ষাপটে সর্বজনগ্রহণযোগ্য ক্রীড়া অনুরাগী অথবা ক্রীড়া সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তি, একজন ক্রীড়া সম্পৃক্ত অথবা সংগঠক, ছাত্র প্রতিনিধি এবং একজন ক্রীড়া সাংবাদিক নিয়ে জেলা ক্রীড়া অ্যাডহক কমিটি গঠন করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..