রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২ বার পঠিত

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন আ ফ ম মশিউর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমীন, এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, অতিরিক্ত পুলিশ সুপার তারিক আল মেহেদী, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান, মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ, বিকেএমই’র সহ-সভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিজিবি, ডেপুটি জেলার, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্টগার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, নৌপথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই তাকে ছাড় দেওয়া হবে না। মহল্লার পঞ্চায়েত কমিটি নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে।
গ্রীন আমব্রেলা কর্মসূচীতে ড্রাইভার ও হেলপারদের প্রশিক্ষণ ও পোশাক প্রদান করা হয়েছে।
এডভোকেট আবু আল ইউসুফ টিপু বলেন, নারায়নগঞ্জ মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত ও যানজটমুক্ত গড়তে বিএনপি আছে, থাকবে এবং কেহ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন।
জেলা প্রশাসক বলেন, প্রশাসনের একার পক্ষে কিছু করা সম্ভব নয়, যদি সাধারণ মানুষ সচেতন না হয়। এমআরটি লাইনের সাথে নারায়নগঞ্জযুক্ত করার জন্য ঊর্ধ্বতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে।
পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা সমন্বিত রাখতে যে যতবড় প্রভাবশালীই হোক, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে আমি কোনো রকম ছাড় দেব না। এটাই আমার বার্তা।

আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বিশেষ পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, শারদীয় দুর্গোৎসব আনন্দঘন পরিবেশে উদযাপন করার লক্ষ্যে পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীও কাজ‌ করবে।
তবে পুলিশ সাদা পোশাকে তৎপর থাকবে, এবং কোনো অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও যোগ করেন, যতদিন নারায়ণগঞ্জে আছি, আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..