বিশেষ প্রতিনিধি মোঃ জিয়াউলহোসেন( জুয়েল)
আনসার ভিডিপি সদস্যদের অংশগ্রহণে নারায়ণগঞ্জ সদর উপজেলায় আনসার ভিডিপি’র দিনব্যাপী ২ পর্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ জুন) সদর উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা আনসার ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা খায়রুল আলম’র সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূক বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ভিডিপি জেলা কমান্ড্যান্ট মকসুদ রসুল, ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা তাজুল ইসলাম, আনসার ভিডিপি সার্কেল এডজুট্যান্ড রাজিব-উল-আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সদর শাখার ব্যবস্থাপক ওহাদুর রহমান ও ফতুল্লা শাখার ব্যবস্থাপক মো. মোজাম্মেল হক।
উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবুল কালাম আজাদ’র সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সহকারি কমান্ডার জাহাঙ্গীর আলম, ১৮ নং ওয়ার্ড দলনেতা মুসা উল্যাহ খোকন ও ১২ নং ওয়ার্ড দলনেত্রী ময়না আক্তার প্রমূখ।
মতবিনিময় সভায় ২০২০-২১ সালের অর্থ বছরের সার্বিক উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন প্রকাশ করা হয়। পরে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ দলনেতা ও দলনেত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।