রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৪ বার পঠিত

নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস রোববার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন

এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়ার তদারকিতে দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর আবার চালু হতে যাচ্ছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস।রোববার অফিসটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন সাবেক উপপরিচালক গাজী মাহমুদুল হাসান।গত বছরের ১৮ ও ১৯ জুলাই ছাত্র আন্দোলনের সময় হামলা ও অগ্নিকাণ্ডে পুড়ে যায় পাসপোর্ট অফিসের ভবন।

এতে গুরুত্বপূর্ণ নথি এবং কোটি টাকার সরঞ্জাম নষ্ট হয়। এরপর থেকে বন্ধ ছিল সব কার্যক্রম।

পাসপোর্টের জরুরি প্রয়োজনে নারায়ণগঞ্জের মানুষকে যেতে হয়েছে ঢাকা, নরসিংদী এবং মুন্সিগঞ্জে। এই সময় অনেকেই ভোগান্তির শিকার হন।

নভেম্বরে ভবনটির সংস্কার কাজ শুরু করে গণপূর্ত বিভাগ। কাজ শেষ হওয়ার পর অফিসটি নতুন করে সাজানো হয়। এখন সব প্রস্তুতি প্রায় শেষ।

পাসপোর্ট অফিসের আশপাশের দোকানগুলোও নতুন করে রঙ করা হয়েছে। আবার বসানো হয়েছে কম্পিউটার, প্রিন্টার, ফটোকপি মেশিন।

দোকানিরা বলছেন, ৯ মাসের মন্দা কাটিয়ে আবার বেচাকেনা বাড়বে বলে আশা করছেন তারা।

গাজী মাহমুদুল হাসান জানান, রোববার উদ্বোধনের পর অফিসের সেবা পুরোদমে চালু হবে মে মাসের শুরু থেকে। এবার আগের চেয়ে দ্রুত ও উন্নত সেবা দেওয়া হবে বলে জানান তিনি।

দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছে নারায়ণগঞ্জবাসী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..