নারায়ণগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবসে র্যালী ও আলোচনা সভায়
পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ
–ডিসি জাহিদুল ইসলাম মিঞা
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
‘হাত ধোয়ার নায়ক হোন’ স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে র্যালী ও হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়। সেই বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শিখানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। অনেক সময় মানুষের মধ্যে রোগ জীবানু স্থানান্তর হওয়ার মাধ্যম হয়ে থাকে হাত। তাই আমাদের এই হাত ধোয়ার গুরুত্ব আছে। আমরা সুস্থ জাতি গঠন করতে চাই।
তিনি আরো বলেন, আমরা আমাদের জাতিকে হিরো বানাতে চাই। আগামী প্রজন্ম যারা জাতিকে পরিচালনা করবে, তারা সুস্থ হয়ে বেড়ে উঠুক এই প্রত্যাশা রাখি। আমরা আমাদের আগামী প্রজন্মকে হিরো হিসেবে দেখতে চাই। সবাইকে উজ্জ্বল নক্ষত্র হতে হবে। তাহলে আমরা সে উজ্জ্বল নক্ষত্রকে অনুসরণ করবো।
নারায়ণগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আলমগীর হোসাইন, সিনিয়র সহকারী কমিশনার টি.এম রাহসিন কবির, মো: নাজমুল হুদা ও মো: মোনাব্বর হোসেন’সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।