নারায়ণগঞ্জে বিশ্ব সাদা ছড়ি দিবসে দৃষ্টি প্রতিবন্ধীরা অনেক চ্যালেঞ্জের পরও সমাজকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন:ডিসি
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১ টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনার সভার আয়োজন করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে র্যালীয় আলোচন করা হয়। সেই সাথে আলোচনা সভা শেষে প্রতিদ্বন্দ্বীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম ঞিা।
তিনি বলেন, আজকে দৃষ্টি প্রতিবন্ধীরা অনেক প্রতিবন্ধকতার স্বীকার হয়েও সমাজে টিকে রয়েছেন। তারা ব্যাপক চ্যালেঞ্জের পরও সমাজকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন। আপনারা কোনো অংশেই পিছিয়ে নেই। আপনারাও সাধারণ মানুষের মতো সমানতালে এগিয়ে যাচ্ছেন। আপনারা যেসকল দাবীগুলো উপস্থাপন করেছেন সেগুলো দেখবো। আপনারা যেন সহজেই লোন পেতে পারেন সেই বিষয়টি দেখবো।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) মো. ইব্রাহীম হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আসাদুজ্জামান সরদার ও সিনিয়র সহকারী কমিশনার টি. এম. রাহসিন কবির সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।