নারায়ণগঞ্জে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :: নারায়ণগঞ্জ – নারায়ণগঞ্জ জেলা’র জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিষ্ট্রেট হিসেবে সদ্য যোগদানকৃত মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সাথে নারায়ণগঞ্জ জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫ জানুয়ারি বুধবার দুপুর ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এ মতবিনিময় সভা’য় নারায়ণগঞ্জ শহরের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগন উপস্থিত থেকে নারায়ণগঞ্জ জেলা’র নানাবিধ সমস্যা ও নাগরিক সেবা সুনিশ্চিত করার বিষয় তুলে ধরেন। সাংবাদিকদের এ সব বিষয় গুলো সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা মনোযোগ সহকারে শুনে তা লিপিবদ্ধ করেন এবং সমাধানে আসস্ত করেন।
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন স্হানীয় সরকারের উপ পরিচালক ড. মোহাম্মদ মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সাকিব আল রাব্বি ও
সিনিয়র সহকারী কমিশনার ফারাহ্ ফাতেহা তাকমিলা।