শনিবার, ১১ অক্টোবর ২০২৫, ০১:৩০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ৩ বার পঠিত

নারায়ণগঞ্জে নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শনে এডিবি প্রতিনিধি দল ও স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

আজ ১০ অক্টোবর ২০২৫ তারিখে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট- (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় তারাবো পৌরসভায় নির্মিত নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন (PHCC) পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ রেজাউল মাকছুদ জাহেদী। এ সময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (মহাপরিচালক) মো: মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডির) প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মোঃ আনোয়ার হোসেন এবং আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রকল্প পরিচালক খোন্দকার মোঃ নাজমুল হুদা শামিম এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা তাদেরকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন এবং নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন ঘুরে দেখান ।

এসময় এডিবির একটি প্রতিনিধি দলে জাপান এডিবির নির্বাহী পরিচালক সিজিও সিমিজো, এডিবির কান্ট্রি পরিচালক হো ইয়ান জিয়োং স্টিভসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

প্রথমে তাঁরা তারাব পৌরসভায় ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট’ (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত নগর স্বাস্থ্য কেন্দ্র ভবন পরিদর্শন করেন। পরবর্তীতে তারাব পৌরসভার ‘আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট সম্পর্কে এশীয় উন্নয়ন ব্যাংক প্রতিনিধি দল, স্থানীয় প্রশাসন ও পৌর কর্মকর্তাগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো: রেজাউল মাকছুদ জাহেদী মহোদয় বলেন, আমাদের দেশে মফস্বল ও গ্রামে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এখনো স্বাস্থ্য সচেতন নয়।আরবান প্রাইমারি হেলথ প্রকল্পের নগর স্বাস্থ্য কেন্দ্র থেকে তারা নামমাত্র মূল্যে সেবা পাচ্ছে। আরবান প্রাইমারি হেলথ প্রকল্প সারাদেশে চালু করা গেলে নিম্ন আয়ের মানুষ উপকৃত হবে।

সভার সভাপতি ও জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এডিবির দলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের প্রকল্প বাংলাদেশের বিশেষ করে গ্রামীণ জনপদের জন্য আশীর্বাদস্বরূপ। তিনি এই ধরনের কল্যাণমূলক প্রকল্পগুলা যেন বছরের পর বছর চালু থাকে এবং এর সুফল যেন দীর্ঘদিন মানুষ পেতে পারে সে ব্যাপারে পদক্ষেপ নেয়ার অনুরোধ করেন। একই সাথে বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনা উন্নয়নেও এডিবির সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..