নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা ও বিভিন্ন কমিটির সভা
আইন-শৃঙ্খলা রক্ষায় দলমত নির্বিশেষে সহযোগিতা করতে হবে
— জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জে জেলা আইনশৃঙ্খলা ও বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, দেশের আইনশৃংখলা রক্ষা করতে দলমত নির্বিশেষে আপনাদের সহযোগিতা করতে হবে।
জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে, শান্তি ও শৃঙ্খলার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। জেলা প্রশাসক আরো বলেন, অপরাধমূলক কার্যকলাপ সম্পর্কে পুলিশকে তথ্য দিতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজে সহযোগিতা করতে হবে।শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য অন্যদের উৎসাহিত করতে হবে। আইন নিজের হাতে তুলে না নিয়ে, যে কোনো সমস্যায় আইনী সহায়তা নিতে হবে।
নিজে সচেতন হোন এবং অন্যদেরও সচেতন করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নারায়ণগঞ্জ জেলা একটি নিরাপদ স্থান হিসেবে গড়ে উঠবে।
সভায় আরো উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিলুফা ইয়াসমীন, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইব্রাহিম হোসেন,
এনএসআই কর্মকর্তা দাদন মুন্সী, জেলা আনসার কমান্ডার কানিজ ফারজানা শান্তা, সহকারী পরিচালক-৬২ ব্যাটালিয়ন
জিয়াউর রহমান, জেল সুপার ফোরকান ওয়াহিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির, মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা মঈন উদ্দিন, মহানগর ইসলামি আন্দোলন সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, মাদকদ্রব্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড, নৌ পুলিশ, হাইওয়ে পুলিশ, বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তাগন ও পরিবহন মালিক সমিতি।
চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করুন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, এসিড নিয়ন্ত্রণ সংক্রান্ত, মাদকদ্রব্য পাচার সংক্রান্ত, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, যৌতুক নিরোধ, বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়, চাঞ্চল্যকর ও লোমহর্ষক মামলা চিহ্নিত করন, নৌ পথ ও যানজট নিরসন, আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। অপরাধী ও মাদক ব্যবসায়ী যে দলেরই হোক তাকে ছাড় দেওয়া হবে না।
এডভোকেট সাখাওয়াত হোসেন বলেন, বিএনপির কেহ কোন অন্যায় বা ধর্তব্য অপরাধ করে তাঁর দায় দল নিবেনা,তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে বলছি।