বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১১:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৩ বার পঠিত

নারায়ণগঞ্জে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জে ‘জুলাই শহিদ দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, জুলাই শহীদদের স্বপ্ন বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত এক ‘নতুন বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া এই সুযোগকে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশের পথে দৃপ্ত পদভারে একযোগে সবাই এগিয়ে যাবো।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ এ এফ এম মশিউর রহমান,
মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনুদ্দিন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল জব্বার, ইসলামী আন্দোলনের সভাপতি মাসুম বিল্লাহ, জেলা জনসংহতির সভাপতি তরিকুল সুজন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা
ডাঃ মোঃ আব্দুল মান্নান মিয়া, শহীদ আদীলের পিতা, সরকারি তোলারাম কলেজ ছাত্রদল নেতা ফারুক খান, নারায়ণগঞ্জ জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব জাবেদ আলম, সহকারী খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) আরিফ মোহাম্মদ।
অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবারের সদস্য, বিভাগীয় প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্ৰহন করেন।
জুলাই শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..