মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫, ০৭:০০ অপরাহ্ন

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিস্কারকরণের উদ্বোধন করেন -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৭ বার পঠিত

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিস্কারকরণের উদ্বোধন করেন -মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও খাল পরিস্কারকরণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

মঙ্গলবার দুপুরে ক্লিন এন্ড ক্লীন কর্মসূচির আওতায়
পানি উন্নয়ন বোর্ডের ডিএনডি প্রকল্পভুক্ত এলাকায় জলাবদ্ধতা নিরসন ও খাল‌ পরিস্কারকরণের শহরের ফকির গার্মেন্টস সংলগ্ন খাল পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

এ সময় জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ শহরে জলাবদ্ধতা নিরসন এবং খাল পরিষ্করণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে শহরের খালগুলোর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা হবে এবং জলাবদ্ধতা হ্রাস করা সম্ভব হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জে পানি উন্নয়ন বোর্ড ১৭ কিলোমিটার খালের জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে খাল পরিস্কার করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে, খাল পরিষ্কারের গুরুত্ব তুলে ধরেন এবং জনগণের সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, এই উদ্যোগের ফলে বর্ষাকালে শহরের জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে এবং জনজীবন স্বাভাবিক হবে। একই সাথে, খালগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে পরিবেশের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে।
এই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারায়ণগঞ্জ শহরকে জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..