রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ৩ বার পঠিত

নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

নারায়ণগঞ্জে ছাত্র জনতার জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা কর্মসংস্থান এবং জনশক্তি অফিস, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), প্রবাসী কল্যাণ সেন্টার, নারায়ণগঞ্জ এর সহযোগীতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, টিটিসির উপাধ্যক্ষ তাহমিনা আক্তার, জেলা কর্মসংস্থান ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক কার্তিক চন্দ্র দেবনাথ, প্রবাসী কল্যাণ ব্যুরোর ডাটা এন্ট্রি অফিসার সগির আহমদ, সবোর্চ্চ রেমিট্যান্স গ্ৰহিতা রোকেয়া বেগম।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, চব্বিশের রক্তাক্ত জুলাই, দেশে তখন তীব্র গণজাগরণ। ছাত্রজনতার রক্তে রঞ্জিত রাজপথ। সেসময় দূরে থেকেও থেমে থাকেননি বাংলাদেশি প্রবাসীরা। বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিরা একজোট হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে এনে দেন নতুন মাত্রা। রেমিট্যান্স পাঠানো বন্ধ করাসহ নানা কার্যক্রম সরকারকে আরো দুর্বল করে ফেলে। রেমিট্যান্স যোদ্ধাদের মূল্যায়ন করতে সরকার বদ্ধপরিকর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..