শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৭:২১ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১২ বার পঠিত

নারায়ণগঞ্জে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সরবরাহ

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশার বিস্তার রোধ করতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শনিবার (১২ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের আয়োজনে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করার জন্য কিট সরবরাহের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, বাড়ির আশেপাশে বা আশেপাশে জমে থাকা পানি সরিয়ে ফেলতে হবে, মশার কামড় থেকে বাঁচতে মশারি ব্যবহার করতে হবে এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক পরতে হবে। এছাড়াও, ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে।
জেলা প্রশাসক বলেন, সাধারণত সরকারি হাসপাতালগুলোতে দরিদ্র এবং কম আয়ের মানুষেরাই বেশি চিকিৎসা নিতে আসেন। এর প্রধান কারণ হল, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা খরচ তুলনামূলকভাবে কম বা বিনামূল্যে হয়ে থাকে, যা দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি বড় সুবিধা। এছাড়াও, অনেক সরকারি হাসপাতালে বিনামূল্যে ঔষধ ও অন্যান্য স্বাস্থ্যসেবাও প্রদান করা হয়, যা তাদের স্বাস্থ্যসেবার সুযোগ আরও বাড়ায়।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আরো বলেন, দরিদ্র মানুষ সরকারি হাসপাতালের উপর নির্ভরশীল হন, যেখানে তারা সাশ্রয়ী মূল্যে বা বিনামূল্যে চিকিৎসা সেবা পান। মান সম্মত চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসকদের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, চিকিৎসা তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবুল বাশার’সহ চিকিৎসক বৃন্দ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন করেন। ডেঙ্গু জ্বরের চিকিৎসারত রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন।
হাসপাতাল চত্বরে নারিকেল গাছের চারা রোপণ করেন এবং বলেন গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..