বৃহস্পতিবার, ০৯ অক্টোবর ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কন্যাশিশু দিবসে মেধায়, সাহসে ও নেতৃত্বগুণে অনন্য কন্যাশিশু — মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১২ বার পঠিত

নারায়ণগঞ্জে কন্যাশিশু দিবসে মেধায়, সাহসে ও নেতৃত্বগুণে অনন্য কন্যাশিশু
— মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ

“আমি কন্যাশিশু, স্বপ্নেগড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এ প্রতিপাদ্য নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে র‌্যালি বের হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

তিনি বলেন, কন্যাশিশুর প্রতি সব ধরনের নির্যাতন রোধে সরকার সচেষ্ট রয়েছে। মেধায়, সাহসে ও নেতৃত্বগুণে অনন্য কন্যাশিশু। সরকার শিশুদের বিষয়ে খুবই আন্তরিক। শিশুদের সুস্বাস্থ্য রক্ষায় নানা পরিকল্পনা রয়েছে। স্কুলে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক নির্মাণ করা হচ্ছে। যাতে কন্যা শিশুদের নিয়মিত উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। এতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষাক্ষেত্রে জেন্ডার সমতা অর্জিত হয়েছে।
তিনি বলেন, প্রাথমিক থেকে স্নাতক শ্রেণী পর্যন্ত প্রায় ২.৫ কোটি কন্যা শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হচ্ছে এবং বিনাবেতনে লেখাপড়ার সুযোগ পাচ্ছে। ফলে কন্যা শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমেছে।

বুধবার (৮ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইনের সভাপতিত্বে ও নারায়ণগঞ্জ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, নারায়ণগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম প্রমুখ।

৪ ড্রেস মেকিং এন্ড টেইলারিং ট্রেডের ১০জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..