এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
২৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বাদ জুম্মা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানবাজার সাহাপাড়া সার্বজনীন দুর্গা মন্দির এবং টানবাজার বঙ্গ বিহারী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দির দুটির প্রতিমা তৈরিসহ সামগ্রিক খোঁজ-খবর নেন এবং উৎসবমুখর পরিবেশে দর্শণার্থীরা যেন পূজা উদযাপন করতে পারে সে জন্যে একদিকে যেমন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে অপরদিকে প্রত্যেকটি পূজামন্ডপে আর্থিক ও অন্যান্য প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি প্রদান করেন।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,”সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আমরা নিয়মিত পূজামণ্ডপ গুলো পরিদর্শন করছি । নারায়ণগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে । নারায়ণগঞ্জের পূজার সৌন্দর্য্য উপভোগ করতে জেলার বাইরে থেকেও দর্শনার্থী এসে থাকে । তাই প্রতিবারের ন্যায় এবারো পূর্ণ নিরাপত্তা নিশ্চিতে আমাদের প্রশাসন ও সকল আইনশৃঙ্খলা বাহিনী একযোগে দায়িত্ব পালন করবে। ফলে আমরা সকলে মিলে সুন্দরভাবে এই দুর্গাপূজা উদযাপন করতে পারবো ।এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিপন সরকার, নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি কৃষ্ণ পদ সাহা, সহ-সভাপতি উত্তম কুমার,সাহা, সাধারণ সম্পাদক সুশীল দাস, নারায়ণগঞ্জ মহানগরের হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সদস্য সচিব খোকন সাহা ছাড়াও আরো অন্যান্য কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।