নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘মঞ্জু টেক্সটাইল’ মিলে গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণে ৩ জন দগ্ধ
এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত ‘মঞ্জু টেক্সটাইল’ মিলে গ্যাস লাইনের লিকেজের কারণে বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট অফিসারসহ দুই নিরাপত্তা প্রহরী গুরুতরভাবে দগ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (৫ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়। দগ্ধদের মধ্যে রয়েছেন অ্যাকাউন্ট অফিসার মো. সাইফুল ইসলাম (২০), নিরাপত্তা প্রহরী মো. কবির (৪৫) ও মোহাম্মদ হান্নান (৫২)।
দগ্ধ সাইফুল ইসলামের বাবা ফারুক আহমেদ জানান, সকালে মিল পরিদর্শনকালে গ্যাস লিকেজের কারণে বিস্ফোরণে তার ছেলে ও দুই নিরাপত্তাকর্মী আহত হন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, তিনজনের শ্বাসনালি পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে তদন্ত করছে। গ্যাস লাইনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।