নানার বাড়ীতে ঘুরতে এসে আর বাড়ী ফেরা হলোনা তার।
মোঃ আনছারুজ্জামান, স্টাফ রিপোর্টার।
গতকাল বুধবার ১০ই আগস্ট গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলাধীন ০৯ নং কামালের পাড়া ইউনিয়ন এর ০২নং ওয়ার্ড পাঁচ পুর দক্ষিণ পারার বাসিন্দা মোঃ এমদাদুল হক এর নাতনী।মেয়েটির নাম সুমাইয়া
পিতা শফিকুল মিয়া
মাতা মারুফা বেগম।
গ্রাম কলেজ ইস্টিশন, নানার বারি ঘুরতে এসে নদীর ধারে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তার বয়স আনুমানিক ৬-৭ বছর।
পাঁচপুর নদীর ঘাটে ৬/৭ বছরের মিয়ে গোসল করতে গিয়ে নিখোঁজ দুপুর ১২ টা থেকে সন্ধা ৭টায় তাকে খোজাখুজি করছে অনেক লোকজন ও ফায়ারসার্ভিস কিন্তু এখনও মেয়েটিকে পাওয়া যাইনি তবে সাঘাটা এবং সোনাতলা ফায়ার ডিপার্টমেন্ট তারা বলছেন যে আগমি কাল ৭টার সমায় রংপুর থেকে ফায়ারসার্ভিস সব ধরনের যন্ত্রপাতি নিয়ে আসবেন মিয়েটিকে খোজতে পাঁচপুর কাঠাখালির নদীর ঘাটে। অবশেষে আজ ১১ই আগষ্ট সকাল ৭.২০ মিনিটে মেয়েটির মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মেয়েটির মরদেহ দেখার জন্য হাজার হাজার মানুষ ভীড় জমাচ্ছে।