নাটোরে ইঞ্জিন লাইনচ্যুত ট্রেন চলাচল স্বাভাবিক
নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের লালপুরে, আব্দুল্লাহ পুর, রেলওয়ে স্টেশন উত্তরা, ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
তবে রাজশাহী, দিনাজপুর খুলনা, ঢাকা সহ সব এলাকার ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা, পার্বতীপুর গামী, উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুল্লাহ পুর এসে দুপুর ২ টা ৪৫ মিনিটের দিকে ইঞ্জিন কেটে ঘুরানোর সময় লাইনচ্যুত হয় বলে জানা গেছে।
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইঞ্জিন টি লাইনচ্যুত অবস্থায় রয়েছে।
এ বিষয়ে আব্দুল্লাহ পুর রেলওয়ে স্টেশনের মাস্টার, ইমদাদুল ইসলাম বলেন, চালক সিগন্যাল অমান্য করার কারনে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে।
তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।
এ বিষয়ে চালক শহিদুল আলম বলেন, সহকারী চালক ইঞ্জিন কেটে নিয়ে আসার পথে এই ঘটনা ঘটিয়েছে।