নাটোরের সিংড়ায় ৬ হাজার পারিবারিক সাইলো বিতরণ
নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার নাটোর
জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে।
নাটোরের সিংড়া পৌরসভার ১২ টি ওয়ার্ডে, বসবাসরত দরিদ্র, অনগ্রসর, ক্ষুদ্র, নৃগোষ্ঠী এবং দুর্যোগ প্রবণ, এলাকার জনগোষ্ঠীর নিরাপদ খাদ্য সংরক্ষণের জন্য হাইজহোল্ড সাইলো সরবরাহ শীর্ষক প্রকল্পের আওতায়।
উপকার ভোগীদের মধ্যে পারিবারিক সাইলো বিতরণ করা হয়েছে।
আজ সকালে, সিংড়া উপজেলার, গোডাউন চত্বরে পৌরসভার ৭০২ টি পরিবারের মাঝে এই পারিবারিক সাইলো বিতরণ কাজের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী, জুনাইদ আহমেদ পলক।
উপজেলা নির্বাহী অফিসার, এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোঃ হারুন-অর-রশিদ, পৌর মেয়র, জান্নাতুল ফেরদৌস, উপজেলা ভাইস চেয়ারম্যান, কামরুল হাসান কামরান।
উল্লেখ্য এই প্রকল্পের আওতায় উপজেলায় মোট ৬ হাজার পরিবারের মাঝে এই সাইলো বিতরণ করা হয়।