নাটোরের সিংড়ায় ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের সিংড়া উপজেলা ছাত্রলীগ, সিংড়া পৌর ছাত্রলীগ, গোল-ই-আফরোজ সরকারি কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে উপজেলা কোর্ট মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বুলবুল হোসেনের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিশেষ বক্তা নাটোর জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহিন বক্তব্য দেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।
সিংড়া জি এ সরকারি কলেজ ছাত্র সংসদের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমুখ।