বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৭:২২ পূর্বাহ্ন

নাটোরের বাগাতীপাড়ায় খেজুর গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ১৩৬ বার পঠিত

নাটোরের বাগাতীপাড়ায় খেজুর গাছ থেকে পড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাহিদ হাসান শামীম স্টাফ রিপোর্টার নাটোর

নাটোরের বাগাতীপাড়ায় খেজুর গাছ থেকে পড়ে রিফাত হোসেন (১৭) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

গতকাল উপজেলার জামনগরে এ ঘটনা ঘটে।

পরে রাতে জানাজা শেষে তাঁর দাফন করা হয়।

মৃত রিফাত এলাকার শাহপাড়া গ্রামের, ইদ্রিস আলীর, ছেলে এবং জামনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান, গোলাম রাব্বানী জানান, রিফাত বাড়ির পাশের জামনগর রওশন গিরি পাড়ার মাঠে নিজেদের খেজুর গাছে উঠেন।

খেজুরের রস সংগ্রহের জন্য গাছের ওপর থেকে পড়ে মারাত্মক আহত হন।

পরে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার,ওসি সিরাজুল ইসলাম বলেন, মৃত রিফাতের বিষয় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..