নাগরিকসেবা ডিজিটাইজেশন ও জনবান্ধব এবং হয়রানিমুক্ত করার জন্য মাইগভ প্ল্যাটফর্ম এর শুভ উদ্বোধন
এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ
আজ ৯ এপ্রিল সকাল ১১ টায় ২০২৫ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় MyGov প্ল্যাটফর্মের উদ্বোধনী অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ মাশফাকুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এছাড়াও ড. মো: মনিরুজ্জামান, উপপরিচালক (উপসচিব), স্থানীয় সরকার, জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগণ, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসহ নানা শ্রেণিপেশার নাগরিক সমাজের প্রতিনিধিগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া বলেন, “আমরা নিজেদের আপগ্রেডেশন করতে চাই, সেটা করতে না পারলে আমরা পিছিয়ে পড়ব। আমরা বলতে সকল নাগরিক—সকলকে এই বিষয়ে সচেতন থাকতে হবে।আমরা সকলেই জানি প্রযুক্তির অনুশাসনের রাজ্যে বসবাস করছি, এখন প্রযুক্তি অনেক ক্ষেত্রে আমাদের কন্ট্রোল করে। আমরা প্রযুক্তির সাথে অ্যাডজাস্ট করে চলতে চাই। বিশ্বের সাথে তাল মিলিয়ে থাকতে চাই। যারা নাগরিক সেবা পেতে চান তারাও এর সাথে পরিচিত হতে হবে। এর মাধ্যমে স্বচ্ছ নাগরিক সেবায় পরিচালিত হতে পারবে। তিনি আরও বলেন ঢাকার পার্শ্ববর্তী জেলা হিসেবে নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা, শুধু মাত্র তৈরি পোশাক কারখানার দিক থেকে উন্নত হলে চলবে না প্রযুক্তিগত দিক থেকে উন্নত হতে হবে এবং উন্নত মানসিকতা তৈরি করতে হবে। আপনারা জানেন মাইগভ প্লাটফর্ম নিয়ে সরকারের যে উদ্দেশ্য,হয়রানি মুক্ত ভাবে জনগণের সেবা নিশ্চিত করা যায়,সে লক্ষে কাজ করতে হবে। এই প্লাটফর্মের মাধ্যমে জনগণ সেবা গ্রহণে হয়রানীমুক্ত হবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি আরো বলেন, “MyGov-এর মাধ্যমে উভয় পক্ষই (প্রশাসন ও নাগরিক) সেবা প্রক্রিয়া ট্র্যাক করতে পারবে। ফলে সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।”
এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে জেলা প্রশাসনের ৩০টি সেবা এখন থেকে অনলাইনে সরাসরি পাওয়া যাবে। নাগরিকগণ www.mygov.bd ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসেই এক জায়গায় বিভিন্ন সরকারি সেবার জন্য আবেদন করতে পারবেন। এতে করে নাগরিক সেবা হবে আরও সহজ, হয়রানিমুক্ত ও জনবান্ধব। এ উদ্যোগটি সেবা কাঠামোতে ইতিবাচক সংস্কার ও ডিজিটাল রূপান্তরের এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে বিবেচিত হবে।