নাগরপুর সলিমাবাদ ইউনিয়নে অপুর নির্বাচনী শো-ডাউন
টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সলিমাবাদ ইউনিয়নে আওয়ামীলীগের দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. শাহীদুল ইসলাম খান অপুর বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে ইউনিয়ন আওয়ামীলীগ ও গ্রামবাসীর উদ্যোগে এ শো-ডাউনে আয়োজন করা হয়। মটরসাইকেল শো-ডাউনটি সলিমাবাদ থেকে বের হয়ে ইউনিয়নের ৯টি ওয়ার্ড প্রদক্ষিন করে। ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মী নিয়ে নিজ বাসা ভবনে নির্বাচনী মতবিনিময় সভা করেন তিনি। এসময় ইউনিয়ন আওয়ামীলীগসহ সকল ওয়ার্ডের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় চেয়ারম্যান প্রার্থী মো. শাহীদুল ইসলাম খান অপু বলেন, আমি দীর্ঘ দিন ধরে আওয়ামী পরিবারের সাথে জড়িত। আমার পরিবার থেকে নাগরপুর উপজেলায় প্রথম এমপি নির্বাচিত হয়ে আমার চাচা সেতাব মোক্তার আপনাদের পাশে ছিলো আমিও আপনাদের পাশে আছি এবং থাকবো। আমি অনেক সময় রাজনৈতিক কারনে আপনাদের অনেক কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা প্রতিক দিয়ে আমাকে আপনাদের কাছে পাঠিয়েছেন। আমার বলার মধ্যে কোন ভূল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখে আগ্রামী ২৮ নভেম্বর সলিমাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাকে বিজয়ী করবেন। আামাকে নয় আপনারা নৌকা প্রতিককে বিজয়ী করে প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন এটাই আপনাদের কাছে আমার প্রত্যাশা।
মো. তোফাজ্জল হোসেন তুহিন
নাগরপুর,টাঙ্গাইল
২৯.১০.২০২১