নাগরপুর প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময়
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে প্রেসক্লাব সাংবাদিকদের সাথে মতবিনিময় করলেন নবাগত উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) মো. ওয়াহিদুজ্জামান মিলন। বৃহস্পতিবার সকালে উপজেলা সভা কক্ষে এ মতবিনিময় সভা আয়োজন করেন। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মো. আক্তারুজ্জামান বকুল, সাধারন সম্পাদক ভোরের কাগজের প্রতিনিধি মো. এরশাদ মিয়া, মাই টিভি নাগরপুর-দেলদুয়ার প্রতিনিধি মো. আনিস খান প্রমুখ। এ সময় নাগরপুর প্রেসক্লাবে কর্মরত সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নবাগত ইউএনও ওয়াহিদুজ্জামান বলেন, আমি সরকারের উন্নয়ন ও অগ্রগতিতে আপনাদের সার্বিক সহযোগিতা চাই। প্রশাসন ও সাংবাদিক একে অপরের পরিপুরক । তাই আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন আমি আপনাদের দেওয়া তথ্য তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা নিব।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ০৩.০৩.২০২২