নাগরপুর ইউনিয়ন পরিষদে সুবর্ণজয়ন্তীর আলোচনা সভা
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর ইউনিয়ন পরিষদে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী, বীর মুক্তিযোদ্ধা নীরেন্দ্র নাথ পৌদ্দার উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, সাংস্কৃতিক সম্পাদক মো. দেলুয়ার হোসেন প্রমুখ।
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাঁথা,“মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান” সম্পর্কে আলোচনা সভা করা হয়।
এ সময় সকল ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামীলীগসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ০৩.০৩.২০২২