নাগরপুরে হামলায় আহত ইঞ্জিনিয়ার রিয়াজুলের জীবন সংকটাপন্ন
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত প্রকৌশলী (বিএসসি ইঞ্জিনিয়ার) রিয়াজুল করিমের (২৯) জীবন সংকটাপন্ন। সে এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে নেয়া হয়েছে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)। সেখানে গত এক সপ্তাহ যাবত চিকিৎসা দেয়া হচ্ছে বলে পারিবার সুত্রে জানা যায়।
আহত প্রকৌশলী রিয়াজুলের বাবা মো. আব্দুল মিয়া জানান, আমার ছেলে গত ৮ অক্টোবর শুক্রবার ঘিওরকোল জামে সমজিদে নামাজ পড়তে যায়। ওই মসজিদের দোতালার কাজ গ্রেডবীম ছাড়া করতে দেখে সে। এ সময় আমার ছেলে ইঞ্জিনিয়ার রিয়াজুল মসজিদের দোতালার কাজ গ্রেডবীম সহ করার পরামর্শ দেয়। এ নিয়ে সমজিদ কমিটির লোকের সাথে তার কথা কাটাকাটি হয়। এদিন বিকেলে রিয়াজুল আসরের নামাজ পড়ার উদ্যেশ্যে মসজিদের কাছে এলে প্রতিপক্ষরা দেশীয় ধরালো অস্র দিয়ে হামলা করে। হামলায় গুরুতর আহত অবস্থায় রিয়াজুলকে প্রথমে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। গতকাল শুক্রবার এ রিপোর্ট লেখা পর্যন্ত রিয়াজুল ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে।
ছবি ক্যাপশনঃ ১. হাসপাতালে চিকিৎসাধীন আহত ইঞ্জিনিয়ার রিয়াজুল করিম।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ১৫.১০.২০২১