শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন

নাগরপুরে স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৯৮ বার পঠিত

 

তোফাজ্জল হোসেন তুহিন নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
করোনা সংক্রমণ ঠেকাতে দ্বিতীয় দফা লকডাউনের ৪র্থ দিনে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনী। লকডাউানের নিষেধাজ্ঞা বাস্তবায়নে রবিবার সকাল থেকে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সচেতনমুলক প্রচারণা ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
গেল কয়েক দিনের লকডাউনে গণপরিবহন বন্ধ ব্যতীত সব কিছুই ছিল অনেকটা স্বাভাবিক। এখন সর্বাত্মক লকডাউন ঘোষনার পর বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে পাল্টে যায় এ উপজেলার চিত্র। খোলা হয়নি কাঁচা ও নিত্যপণ্য, জরুরি ঔষধের দোকান ব্যতীত অন্য কোন ব্যবসা প্রতিষ্ঠান। সড়ক গুলোতে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের অপ্রতুল ছোট ছোট যানবাহন ছাড়া চলেনি কোন যানবাহন। বন্ধ ছিল সরকারি-বেসরকারি অফিস। নাগরপুর উপজেলা সদর বাজার ও ধুবড়িয়া সহ বেশ কয়েকটি বাজারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান ও সহকারি কমিশনার (ভূমি) তারিন মাসরুর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ১৮৬০ এর ২৬৯ ধারায় ১৪টি মামলায় পথচারি সহ দোকনীকে ৩ হাজার ১ শত টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসন।
অভিযানকালে উপস্থিত ছিলেন, নাগরপুর থানা ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আলমামুন, ভাদ্রা ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব সহ পুলিশ সদস্য আনসার ও ভূমি অফিসের কর্মচারিবৃন্দ ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..