নাগরপুরে সফল মৎস্য চাষিদের মাঝে
পুরস্কার বিতরণ
মো তোফাজ্জল হোসেন তুহিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
‘বেশী বেশী মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্যে উদ্বজীবিত টাঙ্গাইলের নাগরপুরে স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি/ব্যক্তি/উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষ্যে রবিবার সকালে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে এ পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান এর
সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল হালিম, খাদ্য কর্মকর্তা মো. আইয়ুব রায়হান। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান তিনজন সফল মৎস্য চাষির হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্য চাষিরা উপস্থিত ছিলেন।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ২৯.০৮.২০২১