নাগরপুরে শেখ রাসেল ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১
নাগরপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২১ এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর) সন্ধায় যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মো. খুরশিদ আলম বাবুল। খেলাটি উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী।
জাকজমকপূর্ণ এ টুর্নামিন্টনটি পরিচালনা করেন, শুভ সরকার, শুকর আলী, সোহান মিয়া, সুমন মিয়া ও রোমান মিয়া। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি মো. জাকির সজিবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. রিপন হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী খেলায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারন সম্পাদক মো. সাজিদ খান, নাগরপুর সরকারি কলেজের (অব:) সহকারি অধ্যাপক লক্ষ্মী কান্ত সাহা, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজী প্রভাষক মো. সালাউদ্দিন, নাগরপুর উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মীর মুশফিক হোসেন শৈবাল প্রমুখ। উদ্বোধনী ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণ করেন ধুবড়িয়া বনাম সলিমাবাদ ।
নাগরপুর,টাঙ্গাইল