বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০২:২৭ অপরাহ্ন

নাগরপুরে শেখ রাসেল দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১৭৯ বার পঠিত
নাগরপুরে শেখ রাসেল দিবস পালিত

টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ-
‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস-অদম্য আতœবিশ্বাস’ এই পতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ২০২১ উদযাপন করা হয়েছে। প্রথম বারের মত ‘ক’ শ্রেনীর জাতীয় দিবস হিসেবে দেশ ব্যাপী যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবন থেকে সারা দেশে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ রাসেল দিবসে বক্তব্য রাখেন। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে নাগরপুর উপজেলা মিলনায়তনে  প্রশাসন সেমিনার ও পুরুস্কার বিতরনের আয়োজন করেন।

উপজেলা নিবার্হী অফিসার সিফাত-ই-জাহানের সভাপতিত্বে ও সহকারি শিক্ষা অফিসার জিএম ফুয়াদ এর সঞ্চালয় সেমিনারে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, কৃষি কর্মকর্তা  আব্দুল মতিন বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মচারী, কর্মকতাসহ  শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্যাটাগরীতে বিজয়ী শিশু কিশোরদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়।

উল্লেখ্যঃ- ১৯৬৪ সালে ১৮ অক্টোবর ধানমন্ডি ৩২ নম্বর বাড়ীতে শেখ রাসেল জন্ম গ্রহন করেন। ১৯৭৫ সালে ১৫ আগষ্ট কালো রাতে বিপদগামী একদল সেনা সদস্যরা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও শেখ রাসেলসহ ওই পরিবারের সদস্যদের হত্যা করে।

নাগরপুর, টাঙ্গাইল
১৮.১০.২০২১

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..