মো তোফাজ্জল হোসেন তুহিন,টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
যথাযথ মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার (৫ আগষ্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জন্মবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা পরিষদ ও প্রশাসন উপজেলা চত্বরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পন করেন । পরে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান, সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, কৃষি কর্মকর্তা আ. মতিন বিশ্বাস, ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. কুদরত আলীর নেতৃত্বে দলীয় কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।