বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

নাগরপুরে মোবাইল কোর্টে ২ লক্ষ ৪৭ হাজার ৮শত টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ১৭৬ বার পঠিত

 

নাগরপুরে মোবাইল কোর্টে ২ লক্ষ ৪৭ হাজার ৮শত টাকা জরিমানা
মো তোফাজ্জল হোসেন তুহিন, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ এর তৃতীয় ধাপের লকডাউনে কঠোর অবস্থানে ছিলেন টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন। সংক্রমণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট ও জরিমানা অব্যাহত রাখেন। গত ১ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত উপজেলায় মোট ৪৭৪ টি মামলায় ২ লক্ষ ৪৭ হাজার ৮শত টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান ও সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর নিয়মিত অভিযান পরিচালনা করেন।
অফিস সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান গত ১ জুলাই থেকে ১০ আগষ্ট পর্যন্ত ১৫ কার্যদিবসে ১৮৬০ এর ২৬৯ ধারায় মোট ১৯৯ টি মামলায় ১ লক্ষ ১৩ হাজার ৮ শত টাকা জরিমানা করেন। অপর দিকে সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুর ২৪ কার্যদিবসে মোট ২৭৫ টি মামলায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন, সাধারন জনগণকে সর্তক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করেছি। জরিমানার পাশাপাশি মাস্ক বিতরণ সহ মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান করি। সরকার সংক্রমণ রোধে নতুন করে কোন প্রজ্ঞাপন জারি করলে সেই মোতাবেক আমরা কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

এ জাতীয় আরো খবর..