নাগরপুরে মাসকলাই বীজ ও সার বিতরণ
টাঙ্গাইল জেলা প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে ২০২১-২২ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামুল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহ্সানুল ইসলাম টিটু।
উপজেলার কৃষি এসএপিপিও কর্মকর্তা রাজিব কুমার সূত্রধরের সঞ্চালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। স্বাগত বক্তব্য নিয়ে আসেন কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস । এ সময় উপজেলার নদী কুল বর্তি চর অঞ্চলের ২ শত ২০ জন কৃষকের মাঝে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
নাগরপুর,টাঙ্গাইল
তারিখ: ২২.০৯.২০২১